Round - 52
Application Deadline: 28-February-2022
কোর্স পরিচিতিঃ IsDB-BISEW বিগত ছয় বছর যাবত ভোকেশনাল স্কলারশিপ এর অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস (৬) মেয়াদী কারিগরী শিক্ষা প্রদান করে আসছে। আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এই প্রোগাম এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমানে রাউন্ড-১ থেকে রাউন্ড-২১ পর্যন্ত ১২৭৫ জন এই স্কলারশিপ এর আওতায় ট্রেনিং সম্পন্ন করে দেশ ও দেশের বাহিরে ১৪০টিরও বেশী প্রতিষ্ঠানে কর্মরত আছে।